পড়ে দেখুন কান্না চলে আসবে .........

VERY SAD LOVE STORY






পড়ে দেখুন কান্না চলে আসবে.............


ফোনটা ভাইব্রেট করেই চলেছেস্ক্রিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েআছি হাত কাঁপছে এতদিন,এতবছর পর আবার সেই নাম্বারথেকে ফোন এসেছে বিশ্বাস হচ্ছে নাআজও নাম্বারটা দেখে হৃদস্পন্দনকয়েকগুণ বেড়ে যায় মনের মাঝেপ্রবল ঝড় বয়ে যায় শেষপর্যন্তরিসিভ করে ফেল্লাম ওপাশ থেকেভেসে এল সেই পরিচিত কন্ঠস্বরএতবছর পরও একটুও বদলায়নিসেই আগের মতই আছে ....
:হ্যালো ........
............... ­............... ­...
কি হলকিছু বলছ না যে?
:না আসলে পাঁচ বছর পর এই নাম্বারথেকে ফোন আশা করিনি  তাইবুঝতে পারছিনা যে কি বলব 
:কয়েকদিন থেকেই তোমার কথা খুবমনে পড়ছিল  কিন্তু ফোন করারঠিক সাহস পাচ্ছিলাম না  কালথেকে তোমার কন্ঠ শোনার খুব ইচ্ছেকরছিল  তাই আজ সাহস করেফোনটা দিয়েই দিলাম  কেমন আছতুমি ?
:মানুষ বদলে যায় কিন্তু তাদের কন্ঠবদলায়না  হুম আছি নিজের মতকরে  নিজেকে নিয়ে ব্যস্ত আছি 
:জিঞ্জেস করবেনা আমি কেমন আছি?
:উহু,প্রয়োজন নেই  কিছু কিছু মানুষআছে যারা সবসময় ভাল থাকে তুমি হচ্ছ তাদের একজন 
:(ওপাশে কিছুক্ষণ নীরবতা.......)আমার কথা মনে পড়েনি তোমার ?
:হ্যা পড়েছে  অনেক মনে পড়েছে যথন দিনের পর দিন না খেয়েথাকতাম তখন মনে পড়ত "তুমিঠিকমত খাচ্ছ তো?" যখন রাতেরপর রাত না ঘুমিয়ে,কেঁদে কেঁদে অসুস্থহয়ে পড়তাম তখন মনে পড়ত "তুমিসুস্থ আছ তো?" যখন কোনআনন্দোত্সবে সবাই হইচই আরআনন্দে মেতে উঠত আর আমিঘরের দরজা বন্ধ করে অন্ধকারে বসেথাকতাম তখন মনে পড়ত "তুমিসবারসাথে খুশি আর আনন্দে মেতেউঠছ তো?" যখন আয়নায় নিজেরঅযত্ন অবহেলায় শুকিয়ে যাওয়াচেহারাটার দিকে তাকাতাম তখনমনে পড়ত "তুমি নিশ্চই আরো সুন্দরহয়ে গেছ একসময় অনেক মনেপড়েছে  এখন আর পড়ে না  এখনএত সময় কই এগুলো মনে পড়ার?
:(ওপাশে আবার নিরবতা ......)আমাকে কি ক্ষমা করা যায় না?
:ক্ষমা তো আমি তোমাকে পাঁচ বছরআগেই করে দিয়েছিলাম  তোমায়ক্ষমা না করলে আমার মনে তোমারদেয়া কষ্টগুলোর ক্ষত কোনভাবেইশুকাত না  আচ্ছা এখন তাহলেরাখি  এখন আমার আকাশ দেখারসময়  প্রতিদিন রাতে এইসময়আমিআকাশ দেখি  আকাশের সাথেকথা বলি  আকাশ কখনো আমারসাথে ছলনা করেনা  প্রতিরাতে সেতারার ঝুলি নিয়ে আমার সামনেহাজির হয়  আমি কথা বলি সেচুপচাপ শোনে  একটুও বিরক্ত হয়না
:......একরাত আকাশের সাথে কথানা বল্লে হয় না?আমাদের কথা থেকেআকাশের কথা কি খুব বেশি জরুরী?
:আপাতত তাই  আমার চরমঅসহায়ত্ব আর একাকিত্বের সময়এই আকাশ আমায় সঙ্গ দিয়েছে  যেপাঁচ বছর আমায় দূরে সরিয়েরেখেছিল তার জন্য আমি আমার পাঁচবছরের পাশে থাকা সঙ্গীকে দূরেসরিয়েরাখতে পারবনা 
আচ্ছা আমি এখন যাব  রাতেরআকাশ আমার জন্য অপেক্ষা করছে আজ খুব সুন্দর একটা চাঁদও উঠেছেআকাশে  আজ চাঁদের সাথেও কথাবলব ......
ফোনটা কেটে দিলাম  বারান্দায়এসে দাড়ালাম  আকাশের বুকেগোল একটা চাঁদ উঠেছে  তাকিয়েআছি  খুব কষ্ট হচ্ছে  সেইপাঁচবছর আগের মত কষ্ট যখন তুমিআমাকে ছেড়ে চলে গিয়েছিলে  কিদোষ ছিল আমার?কেন চলেগিয়েছিলে?আজ  তা আমি জানিনা তারপরও অটুট বিশ্বাস,আশা ধরেরেখেছিলাম একদিন তুমি আসবে আমি অপেক্ষা করব  করেছি,অনেকঅপেক্ষা করেছি ভেবেছিলাম যেদিনতোমার ফোন আসবে খুশিতেচিত্কার দেব  তোমার পানে ছুটেচলে যাব  দিন যায়,মাস যায়,বছরযায় কিন্তু তুমি আসনা  ভার্সিটি পাশকরার দু বছর হয়ে গেল  বাবাআমার আমাকে অনেক ভালবাসে সেই বাবাকে পর্যন্ত বলে দিলাম বিয়েকরবনা  বাবার দীর্ঘঃশ্বাস,দুঃ ­খভরাক্রান্ত মন সবই উপেক্ষাকরতাম  ঠিক পাঁচমাস আগে বাবাঅনেক অসুস্থ হয়ে গেল  ডাক্তারবল্লেন মাইনর এট্যাক  এই বয়সেএত টেনশন ওনার সাস্থ্যের জন্যক্ষতিকর  বাবার অসুস্থতার জন্যকোন না কোন ভাবে আমি দায়ী কারণ বাবার সব টেনশন ছিলআমাকে নিয়ে  সারাদিন বাবার হাতধরে বসে থাকতাম  বেশ কয়েকদিনপর বাবা একটু সুস্থ হয়ে উঠলেন আমার মাথায় হাত বুলিয়েবল্লেন,"মা,আমার ­ জীবনের মনে হয়আর খুব বেশি দিন বাকি নেই  আমিসবসময় থেকে তোমাকে সুখীরাখতে চেয়েছি  মৃত্যুর আগেও আমিতোমাকে সুখী দেখে যেতে চাই এটাই এখন আমার শেষ ইচ্ছা একজন বাবা হিসেবে এর বেশি আরকিইবা চাওয়ার থাকতে পারে?মা,তুমি একবার ভেবে দেখ  ছেলেটাঅনেক ভাল  তোমাকে অনেক সুখেরাখবে আমার বিশ্বাস  কোনতাড়াহুড়ো নেই  ছেলেটারসাথেদেখা কর  তাকে বুঝার,চেনার চেষ্টাকর  তোমার পছন্দ না হলে কোনঅসুবিধা নেই  শুধু তার সাথে দেখাকরে,কথা বলে দেখ না,পারলামনাআর বাবার কথা অমান্য করতে তার আকুতি ভরা দৃষ্টি উপেক্ষাকরতে বাবার পছন্দের ছেলেটার সাথেপ্রথম দেখা করলাম দেড় মাস আগে ইঞ্জিনিয়ার  কিন্তু দেখে বোঝারউপায় নেই  খুব সাধাসিধে ছা পোষাধরণের মানুষ  কথার মারপ্যাঁচধরতে পারেন না  লোকটার মা নেই ওনার মনেঅনেক কষ্ট  একদিনভয়ে ভয়ে বল্লেন,"একটা কথা বলি?আপনার মাঝে কোথায় যেন আমারমায়ের ছায়া আছে  মাকে চোখেরসামনে দেখতে পাই নি কিন্তু অনুভবকরেছি  সরি আপনি রাগ করলেননা তো আমার কথায়?" বলে লোকটাচোখের জল লুকোতে চেষ্টা করত ব্যর্থ চেষ্টা  বাবাকে অনেক সম্মানকরেন  প্রায় প্রতিদিন সময়করেবাবাকে দেখতে আসেন  ওষুধঠিকমত খাচ্ছেনকিনা,নিজেরশরীরের যত্ন নিচ্ছেনকিনাআরো কত কি  একদিন বাবারসাথে দেখা করতে এসে আমাকে বেশলাজুক স্বরে বল্লেন,"ইয়ে মানেআপনার জন্য একটা জিনিষএনেছিলাম আমি নিজে রান্না করেছি অনেক আগে থেকেই রান্না করতেকরতে এখন মোটামুটি ভালো রান্নাকরতে পারি  বিয়ের পর আপনারকোন সমস্যা হবে না .......ওহ সরিআই মিন যদি বিয়ে হয়  কই মাছেরপাতুরি রান্না করেছি  অনেক কষ্টএটা রান্না করা  আশা করি আপনারভালো লাগবে "
"আমি কই মাছ খাইনাবেশ নির্লিপ্তসুরে বললাম  উনি আহত স্বরেবল্লেন "ওহ সরি সরি  আমারি ভুলহয়ে গেছে  আমার আসলেআপনাকে জিঞ্জেস করা উচিত ছিলআপনার কি খেতে ভাল লাগে "
বড্ড দেরি করে ফেলেছ তুমি গতকাল বাবাকে বলে দিয়েছি যেবিয়েতে আমি রাজি  বাবার চোখেযে খুশি আমি দেখেছি সেটা আজতোমার কাছে ফিরে (চলবে)
(তারপর থেকে)
গিয়ে নষ্ট করে দিতে পারতাম  হ্যাপারতাম বাবাকে যেয়ে বলতে যে এইবিয়ে আমি করবনা  পারতামবাবাকে সেই লোকটার সামনে ছোটকরে দিতে  কিন্তু না,পারলাম নাআমার বাবার মনে কষ্ট দিতে পারলামনা তাকে ছোট করতে  তুমিযখন আমাকে কুকুর-বিড়ালেরচাইতেও বেশি অবহেলা করতেতখন এই মানুষটা আমাকেরাজকুমারীর মত রাখত  আমারখেয়াল রাখত  বল আজ কিভাবেপারি তোমার জন্য তাকে কষ্ট দিতে?পারতাম তোমার ভালবাসাকে বুকেজড়িয়ে সেই সাধাসিধে লোকটাকেবলে দিতে যে,"সরি আপনাকে বিয়েকরা আমার পক্ষে সম্ভব না "পারতাম সেই মা হারা একাকীলোকটার স্বপ্ন ভেঙে দিতে  হ্যাবলার পর থেকে লোকটা এক ঘন্টাপরপর ফোন দিয়ে জিঞ্জেসকরছে,"ইয়ে মানে বিয়ের শাড়ীআপনি কবে কিনতে যাবেন?আপনাকে নিয়ে যাব  আমি আবারএগুলো একদম বুঝি না  আমিকিনলে সিওর আপনার পছন্দ হবে না"
"না মানে আবার ফোন করলামজানার জন্য যে আপনার আগেরকালের ডিজাইনের গহনা পছন্দকিনা  আসলে আমার মার দুটোবালা আমি আপনাকে দিতে চাচ্ছিলাম অনেক পুরোনো ডিজাইন আজকালকারমেয়ে আপনি  তাইভাবলাম একবার জিঞ্জেস করে নেইযে আপনার পছন্দ হবে কিনা ..."পারতাম লোকটার এত আকাঙ্খাআরউচ্ছ্বাস ভেঙে টুকরো টুকরো করেদিতে  কিন্তু না,পারলামনা এতস্বার্থপরহতে  তুমি তো অনেকস্বার্থপর হতে পেরেছিলে,তাই তোআমার এত কষ্ট আর ভালবাসাকেউপেক্ষা করে চলে গিয়েছিলে শুধুএকটু মুক্তির স্বাদ গ্রহণ করতে কিন্তুআমি পারিনা,পারবনা এত স্বার্থপরহতে  পারবনা নিজের ভালবাসারজন্য এই দুইজন মানুষের ভালবাসাআরস্বপ্নকে ধুলিস্যাত্ করতে হয়তো আজ তুমি ভাবছ আমিপ্রতিশোধ নিয়েছি  তাই সই তোমার চোখে অপরাধী হয়ে আমিযদি এইদুইজন মানুষের মুখে হাসিফোটাতে পারি তাহলে তাই সই  যদিতুমি আরেকটু আগে আসতে তাহলেতোমার ভালবাসাকে আপন করেনিতাম,যা এখন আর সম্ভব নয় অনেক দেরি হয়ে গেছে  এখন আরনিজের ভালবাসা নয়,তাদেরভালবাসার প্রতিদান দেবার পালাযারাআমাকে তোমার চেয়ে অনেকবেশী ভালবাসে 
আকাশের দিকে তাকিয়ে আছি চোখদুটো ঝাপসা হয়ে আসছে  দুফোটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে মনে মনে বললাম,

"ভালবাসা,তোমায় ­ দিলামছুটি............................................................

Comments

Post a Comment

Popular posts from this blog

একটি মেয়েকে বারবার ভালবাসার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় একটি ছেলে @A VERY SAD LOVE STORY

মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত