মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত

মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত

bangla love story
গল্পটা দয়া করে পুরোটা পডবেন_________ মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত। ভালোই চলছিল তাদের দিন কাল। ১ বছর পর মেয়েটা খেয়াল করল ছেলেটা টাকে আর আগের মত ভালবাসে না। তাকে avoid করে চলে। একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিলো। মেয়েটা জানতে পারলো ছেলেটার নতুন গার্লফ্রেন্ড হয়েছে। মেয়েটা এই বিষয় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করলে সে বলে অতীত ভুলে যাও। মেয়েটা বেইমান বলে কাঁদতে কাঁদতে ফিরে এলো। সে কিছুতেই ছেলেটিকে ক্ষমা করতে পারলো না।

 এই ঘটনার ৬মাস পরে মেয়েটার কাছে ছেলেটার মৃত্যু সংবাদ এলো ছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল। ছেলেটার এক বন্ধু এসে মেয়েটাকে চিঠিটা দিয়ে গেলো। মেয়েটা রাগে চিঠি টা ফেলে রাখলো রাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিল সে চিঠিটা খুলে পরতে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, "বিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম না যেদিন আমি জানলাম আমি আর ৬মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু করলাম। 

ভেবেছি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে। তাই তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু যখন তুমি এটা পড়বে আমি তোমার থেকে অনেক দূরে থাকবো। আমার কারনে তোমার চোখে আমি অশ্রু দেখতে পারবো না। তাই তোমার সাথে এমন করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়ো"। চিঠি টা পরতে পরতে মেয়েটার চোখের পানিতে চিঠি টা ভিজে গেলো। এটাই হল প্রকৃত ভালবাসার গল্প। এ গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, "ভালবাসা কোনো অবহেলার জিনিস নয় ভালবাসা ভালবাসার মত ভাসতে হবে। তাই এমন ভালবাসা গ্রহণ করবে না যা দিতে পারবেন না। কেমন হইছে গল্পটা অন্তত ১টা কমেন্ট করে জানাবেন।।।।।।।।!!!! 

Comments

Popular posts from this blog

একটি মেয়েকে বারবার ভালবাসার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় একটি ছেলে @A VERY SAD LOVE STORY

পড়ে দেখুন কান্না চলে আসবে .........