Posts

Showing posts from February, 2017

মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত

Image
মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত গল্পটা দয়া করে পুরোটা পডবেন_________ মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত। ভালোই চলছিল তাদের দিন কাল। ১ বছর পর মেয়েটা খেয়াল করল ছেলেটা টাকে আর আগের মত  ভালবাসে  না। তাকে avoid করে চলে। একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিলো। মেয়েটা জানতে পারলো ছেলেটার নতুন গার্লফ্রেন্ড হয়েছে। মেয়েটা এই বিষয় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করলে সে বলে অতীত ভুলে যাও। মেয়েটা বেইমান বলে কাঁদতে কাঁদতে ফিরে এলো। সে কিছুতেই ছেলেটিকে ক্ষমা করতে পারলো না।  এই ঘটনার ৬মাস পরে মেয়েটার কাছে ছেলেটার মৃত্যু সংবাদ এলো ছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল। ছেলেটার এক বন্ধু এসে মেয়েটাকে চিঠিটা দিয়ে গেলো। মেয়েটা রাগে চিঠি টা ফেলে রাখলো রাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিল সে চিঠিটা খুলে পরতে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, "বিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম না যেদিন আমি জানলাম আমি আর ৬মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু করলাম।  ভেবেছি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে। তাই  তোমার থেকে  দূরে থেকে...

তুই ছাড়া আর কে আছে

Image
তুই ছাড়া আর কে আছে ছেলে -- কেমন আছিস ? মেয়ে -- ভালো। তুই ?  ছেলে -- তুই যেমনটা আছিস । মেয়ে -- কি করিস ?  ছেলে -- ভালোবাসার মানুষের সাথে কথা বলি। মেয়ে -- ও, তাহলে ডিস্টার্ব করলাম মনে হয় ?  ছেলে -- আরে নাহ ! সব ঠিক আছে। মেয়ে -- তাহলে কথা বল। আমি রাখি। ছেলে -- তুই কল কাটলে ভালোবাসার মানুষটিও কেটে দিবে।  মেয়ে -- এ আবার কেমন কথা ? ছেলে -- ভালোবাসার কথা।  মেয়ে -- মানে ? ছেলে -- আমি তোকে ভালোবাসি। মেয়ে -- ফাজলামো করিস না। ছেলে -- তুই কি আমার সারাজীবনের সংগি হবি? মেয়ে -- কি যে বলিস ! ছেলে -- তুই কি আমার সুখ দুখের ভাগিদার হবি? মেয়ে -- আচ্ছা, কি শুরু করলি ? ছেলে -- তুই কি আমার শূন্য বীণার সুর হবি ?  মেয়ে -- সত্যি নাকি মিথ্যা ? ছেলে -- যদি মিথ্যাই বলব তাহলে আমি তোকে ভালোবাসি কেনো ? মেয়ে -- সত্যিই আমাকে ভালোবাসিস ? ছেলে -- বিশ্বাস হয় না ? মেয়ে -- না। আচ্ছা কতো টুকু ভালোবাসিস ? ছেলে -- এক চিমটির পুরোটাই। আর সামর্থ নেই। মেয়ে -- আমাকেই ভালোবাসিস ?  ছেলে -- শূন্য জীবনে তুই ছাড়া আর কে আছে ? মেয়ে -- আমি তোকেই ভালোবাসি। ছেলে -- কখন থেকে ? মেয়ে -- যখন তোর হৃদয়ে আম...

একটা ছোট গল্প বলি শুনবেন তো

Image
একটা ছোট গল্প বলি শুনবেন তো: একটা ছোট গল্প বলি শুনবেন তো? . অর্ণবের অতি আদরের একটা মা ছিলো। . আদর করত, শাসন করত, চুমু দিত, নিজের পছন্দের খাবারটাই অর্ণবকে খাইয়ে দিত। . অর্ণবের বয়স হয়ে গেছে তাই বিয়া দিয়ে দিলো। . বেশ কিছু দিন ভালোই চলছিলো অর্ণবের। . হঠাত করে অর্ণবের প্রিয়তমা বললো, ওগো ঐ বুড়িটাকে আমার একেবারেই অসহ্য লাগে। তুমি যদি বুড়িটাকে বাড়ি থেকে বের না কর তাহলে আমি আর থাকব না। . অর্ণবের বাবা অনেক আগেই না ফেরার দেশে চলে গেছেন। মা'ই তার একমাত্র সম্বল। কি করবে অর্ণব ভাবছে? . প্রিয়তমার কান পঁচানি বক বক শুনতে ভালো লাগে না। আর একারণেই মা'কে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। . হঠাতই একদিন শুনতে পেলো মা আর নেই। সেও চলে গেছেন না ফেরার দেশে। কত দিন হলো মায়ের খবর নেয়নি অর্ণব তাই বুঝি মায়ের মৃত্যুর খবরটাও পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। . ৩০ বছর পর অর্ণবের ছেলেকে বিয়া করালেন। . ছেলের বৌ অর্ণবের প্রিয়তমাকে উত্তম মাধ্যম দিয়ে বাড়ি থেকে বের হতে বলেন। অর্ণব কিছুই বলতে পারেনি কারণ এক দিন এই প্রিয়তমা তার মা'কে বাড়ি ছাড়া করেছিলেন বলে। . পৃথিবীতে কেউ কাউকে কষ্টদিলে তার প্রাপ্য শাস্তি এই পৃথিবীতেই শোধ হবেই...

SOB SES Na porle khub khub miss korbe

Image
SOB SES  হটাৎ করে যেদিন নিজেকে বদলে নিলে সেদিন প্রথমে মনে করেছিলাম হয়তো অভিমান করেছো তাই বার বার তোমার অভিমান ভাঙানোর জন্য তোমাকে কাকতি মিনতি করেছি।। কিন্তু আমি জানতাম না তুমি আমার এই কাকতি মিনতিকে দুর্বলতা ভেবে আরো বেশি অবহেলা করবে।। জানবোই, বা, কি করে যে ভালবাসা তোমার কাছে ছিলো, প্রতারণার সময় কাটানোর, আমার কাছে সেটা ছিলো পবিত্র মহৎ এবং সত্যিকার ভালবাসা তাই তো আজ এতো কষ্ট পেলাম তোমার কাছ থেকে।। তবে তোমার চলে যাওয়াতে আমি কিছুটা গর্বিত কিছুটা আনন্দিত এবং কিছুটা কষ্ট নিয়ে আছি সত্যি আমি গর্বিতঃ গর্বিতঃ কারন তোমার সময় একদিন খারাপ ছিলো সেদিন তুমি ভালবাসা নামের মিথ্যে গল্প নিয়ে আমার কাছে হাজির হয়েছিলে আমি সেই খারাপ দিন গুলু দূর করে দিতে পেরেছি বলে । সত্যি আমি আনন্দিতঃ আনন্দিতঃ কারন স্রষ্টা যা করেন ভাল করেন কারন হয়তো এমন কেউ আমার জীবনে আসবে যার ভেতর নেই কোন পাপ নেই কোন প্রতারণা কেবল আছে সত্যিকার ভালবাসা যে আমার সব কিছু জেনে আমাকে আপন করে রাখবে।। মন বলে স্রষ্টা জানেন তোমার সাথে আমি সুখি হবো না।। তাই তোমাকে সরিয়ে দিয়েছেন । সত্যি আমি কিছুটা কষ্টে আছিঃ কষ্টে আছিঃ কারন প্রথমত তোমাক...

Kau Ke Kosto Dile Nijeo Pete Hoy

Image
Kau Ke Kosto Dile Nijeo Pete  Hoy আজ ঠিক ৪বছর হোল  তোমায় হারিয়েছি। যখন তুমি আমার জীবনে ছিলে,  তোমাকে কখনো গুরুত্ব দেই নি। ভাবতাম তুমি অকারনে বড়  বিরক্ত করো।  কথায় কথায় ফোন করা,  এখন আর কেও ছোট ছোট  কথায় বিরক্ত করে না......  কিন্তু কেন যেন আজকাল খুব বিরক্তহতে ইচ্ছা হয়।  তোমার ছোট ছোট আবদার গুলো পালন করতে ইচ্ছা হয়।  তোমায় তোমার মত করে ভালবাসতে ইচ্ছে হয়। জানি আজ তুমি আমার নও ।  কারো সংসার নিজের মত করে গুছিয়ে নিয়েছ ।  ময়্নাপাখি আমি এও জানি তুমি আমায় এখনওভালোবাসো ।  কিন্তু এখন আরফিরে আসবে না ।  কারন তুমি ওয়াদা করলে তা পালনও করো  তাইতো আমায় করা ওয়াদা পালন করতে তুমি আজ অন্য কারো ঘরের গৃহিণী ।  হয়ত এখন তুমি ভালোইআছো ।  অথবা কারো বুকে মাথা রেখে চোখের জল ঢাকো । তখন বুঝিনি আমি তোমার মর্ম,  আর এখন শুধু চোখের জলে লিখে যাই ফিরে এসো............ জানি তুমি আসবে না,  তবু এ মন তোমার অপেক্ষায় আছে, যদি পার এ অভাগাকে মাফ করে দিও............ এভাবেই আমাদের ছোট ছোট  ভু...

Tomar Kache Lekha Ses Chiti

Image
Tomar Kache Lekha Ses Chiti তোমার কাছে লেখা আমার শেষ চিঠি। চোখের অশ্রু গুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছি।তোমার ভালবাসা গুলো মনে হলেই চোখের পাতা গুলো ভিজে উঠে। কষ্টের মাত্রা গুলো থার্মোমিটারের পারদের মত বেড়েউঠে। তাই ভেবেছি আর তোমায় মনে করবনা। না আর মনে করা যাবে না তোমার মিষ্টি তৃপ্তি মাখা মুখখানা।তুমি ভাল আছ তো..? জানো আমি না তোমায় ছাড়া একা খুব ভাল আছি। শুধু ঘুমহীন রাত গুলো খুব মিস করি। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়।তোমায় নিয়ে এখন আর এতটা ভাবি না। জানো তবু খুব ভাল আছি। শুধু একবার হাতটা ধরার সে লোভ আমি কত আগেই ছেড়ে দিয়েছি। এখন আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না, সকাল সকাল তোমায় দেখব বলে। তোমার এলো চুলের গন্ধ এখন আর চোখবন্ধ করলেই আমি মনে করতে পারি না।সত্যিই আমি খুব ভাল আছি। তোমার দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না।হয়তোবা অনুভূতি গুলো ভোঁতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমান গুলো, তা আমিকত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে।তবে মায়াটা রয়ে গেছে এখনও,উইপোকা কুরে কুরে খাচ্ছে। হয়তো তোমাকে আর হাসতে দেখব না. . . . .. ....

মানুষ বদলে যায় কিন্তু তাদের কন্ঠ বদলায়না

Image
VERY SAD LOVE STORY পড়ে দেখুন কান্না চলে আসবে .......... ... ফোনটা   ভাইব্রেট   করেই   চলেছে । স্ক্রিনের   দিকে   স্থির   দৃষ্টিতে   তাকিয়ে আছি ।   হাত   কাঁপছে ।   এত দিন , এতবছর   পর   আবার   সেই   নাম্বার থেকে   ফোন   এসেছে   বিশ্বাস   হচ্ছে   না । আজও   নাম্বারটা   দেখে   হৃদস্পন্দন কয়েকগুণ   বেড়ে   যায় ।   মনের   মাঝে প্রবল   ঝড়   বয়ে   যায় ।   শেষপর্যন্ত রিসিভ   করে   ফেল্লাম ।   ওপাশ   থেকে ভেসে   এল   সেই   পরিচিত   কন্ঠস্বর । এতবছর   পরও   একটুও   বদলায়নি । সেই   আগের   মতই   আছে  .... : হ্যালো  ........ ............... ­............... ­... কি   হল ?  কিছু   বলছ   না   যে ? : না   আসলে   পাঁচ   বছর   পর   এই   নাম্বার থেকে   ফোন   আশা   করিনি ...