SOB SES Na porle khub khub miss korbe
SOB SES
হটাৎ করে যেদিন নিজেকে বদলে নিলে সেদিন
প্রথমে মনে করেছিলাম হয়তো অভিমান
করেছো তাই বার বার তোমার অভিমান
ভাঙানোর জন্য তোমাকে কাকতি মিনতি
করেছি।। কিন্তু আমি জানতাম না তুমি আমার
এই কাকতি মিনতিকে দুর্বলতা ভেবে আরো
বেশি অবহেলা করবে।। জানবোই, বা, কি করে
যে ভালবাসা তোমার কাছে ছিলো, প্রতারণার
সময় কাটানোর, আমার কাছে সেটা ছিলো
পবিত্র মহৎ এবং সত্যিকার ভালবাসা তাই তো
আজ এতো কষ্ট পেলাম তোমার কাছ থেকে।।
তবে তোমার চলে যাওয়াতে আমি কিছুটা গর্বিত
কিছুটা আনন্দিত এবং কিছুটা কষ্ট নিয়ে আছি
সত্যি আমি গর্বিতঃ গর্বিতঃ কারন তোমার
সময় একদিন খারাপ ছিলো সেদিন তুমি
ভালবাসা নামের মিথ্যে গল্প নিয়ে আমার কাছে
হাজির হয়েছিলে আমি সেই খারাপ দিন গুলু দূর
করে দিতে পেরেছি বলে । সত্যি আমি আনন্দিতঃ
আনন্দিতঃ কারন স্রষ্টা যা করেন ভাল করেন
কারন হয়তো এমন কেউ আমার জীবনে আসবে
যার ভেতর নেই কোন পাপ নেই কোন প্রতারণা
কেবল আছে সত্যিকার ভালবাসা যে আমার সব
কিছু জেনে আমাকে আপন করে রাখবে।। মন বলে
স্রষ্টা জানেন তোমার সাথে আমি সুখি হবো
না।। তাই তোমাকে সরিয়ে দিয়েছেন । সত্যি
আমি কিছুটা কষ্টে আছিঃ কষ্টে আছিঃ কারন
প্রথমত তোমাকে সত্যিকার পুর্ণ ভালবাসা
দিয়ে ধরে রাখতে পারিনি যদিও তোমার ভেতর
আমার জন্য ভালবাসা ছিলো না কিন্তু কষ্ট
হচ্ছে এই ভেবে যে আমি তোমাকে এত পবিত্র
মহৎ সুন্দর ভালবাসা দিয়ে যখন পারলাম না,
সত্যিকার ভালবাসা বুঝাতে তাহলে তুমি আর
কোথাও সত্যিকার ভালবাসা পাবে না। কিন্তু
যেদিন তুমি বুঝবে সেদিন ফিরে আসলেও আমি
গ্রহন করতে পারবো না,তুমি কি জানো?
ভালবাসার মানুষ হাত ছেড়ে চলে গিয়ে যদি
আবার ফিরে আসে তখন আগের অনুভূতি গুলু
থাকে না, মনে হয় সে হয়তো আবার করবে
প্রতারণা।। অবশেষে এটাই বলবো যেখানে
থাকো ভাল থেকো তবে মিথ্যে প্রতিশ্রুতি
দিয়ে কারো জীবনে সুখ নষ্ট করে দিও না।
ভেবো না আমার হাত ধরার মতো কেউ নেই
বরং ভেবে নিও তোমার এই মন নিয়ে খেলা
যেদিন ধরা পড়বে সেদিন কি হবে তোমার??
Comments
Post a Comment