একটা ছোট গল্প বলি শুনবেন তো

একটা ছোট গল্প বলি শুনবেন তো:
একটা ছোট গল্প বলি শুনবেন তো?
.
অর্ণবের অতি আদরের একটা মা ছিলো।
.
আদর করত, শাসন করত, চুমু দিত, নিজের
পছন্দের খাবারটাই অর্ণবকে খাইয়ে
দিত।
.
অর্ণবের বয়স হয়ে গেছে তাই বিয়া
দিয়ে
দিলো।
.
বেশ কিছু দিন ভালোই চলছিলো
অর্ণবের।
.
হঠাত করে অর্ণবের প্রিয়তমা বললো,
ওগো ঐ বুড়িটাকে আমার একেবারেই অসহ্য
লাগে।
তুমি যদি বুড়িটাকে বাড়ি থেকে বের
না কর তাহলে আমি আর থাকব না।
.
অর্ণবের বাবা অনেক আগেই না ফেরার
দেশে চলে গেছেন। মা'ই তার একমাত্র
সম্বল। কি করবে অর্ণব ভাবছে?
.
প্রিয়তমার কান পঁচানি বক বক শুনতে
ভালো লাগে না। আর একারণেই
মা'কে রেখে আসেন বৃদ্ধাশ্রমে।
.
হঠাতই একদিন শুনতে পেলো মা আর
নেই। সেও চলে গেছেন না ফেরার দেশে।
কত দিন হলো মায়ের খবর নেয়নি অর্ণব তাই
বুঝি মায়ের মৃত্যুর খবরটাও পৌঁছাতে
অনেক দেরি হয়ে গেছে।
.
৩০ বছর পর অর্ণবের ছেলেকে বিয়া
করালেন।
.
ছেলের বৌ অর্ণবের প্রিয়তমাকে উত্তম
মাধ্যম দিয়ে বাড়ি থেকে বের হতে
বলেন।
অর্ণব কিছুই বলতে পারেনি কারণ এক
দিন এই প্রিয়তমা তার মা'কে বাড়ি ছাড়া
করেছিলেন বলে।
.
পৃথিবীতে কেউ কাউকে কষ্টদিলে
তার
প্রাপ্য শাস্তি এই পৃথিবীতেই শোধ
হবেই।
সে যেই ব্যক্তি হোক না কেন।

PlZ shear 

Comments

Popular posts from this blog

একটি মেয়েকে বারবার ভালবাসার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় একটি ছেলে @A VERY SAD LOVE STORY

পড়ে দেখুন কান্না চলে আসবে .........

মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসত