একটা ছোট গল্প বলি শুনবেন তো
একটা ছোট গল্প বলি শুনবেন তো:
একটা ছোট গল্প বলি শুনবেন তো?
.
অর্ণবের অতি আদরের একটা মা ছিলো।
.
আদর করত, শাসন করত, চুমু দিত, নিজের
পছন্দের খাবারটাই অর্ণবকে খাইয়ে
দিত।
.
অর্ণবের বয়স হয়ে গেছে তাই বিয়া
দিয়ে
দিলো।
.
বেশ কিছু দিন ভালোই চলছিলো
অর্ণবের।
.
হঠাত করে অর্ণবের প্রিয়তমা বললো,
ওগো ঐ বুড়িটাকে আমার একেবারেই অসহ্য
লাগে।
তুমি যদি বুড়িটাকে বাড়ি থেকে বের
না কর তাহলে আমি আর থাকব না।
.
অর্ণবের বাবা অনেক আগেই না ফেরার
দেশে চলে গেছেন। মা'ই তার একমাত্র
সম্বল। কি করবে অর্ণব ভাবছে?
.
প্রিয়তমার কান পঁচানি বক বক শুনতে
ভালো লাগে না। আর একারণেই
মা'কে রেখে আসেন বৃদ্ধাশ্রমে।
.
হঠাতই একদিন শুনতে পেলো মা আর
নেই। সেও চলে গেছেন না ফেরার দেশে।
কত দিন হলো মায়ের খবর নেয়নি অর্ণব তাই
বুঝি মায়ের মৃত্যুর খবরটাও পৌঁছাতে
অনেক দেরি হয়ে গেছে।
.
৩০ বছর পর অর্ণবের ছেলেকে বিয়া
করালেন।
.
ছেলের বৌ অর্ণবের প্রিয়তমাকে উত্তম
মাধ্যম দিয়ে বাড়ি থেকে বের হতে
বলেন।
অর্ণব কিছুই বলতে পারেনি কারণ এক
দিন এই প্রিয়তমা তার মা'কে বাড়ি ছাড়া
করেছিলেন বলে।
.
পৃথিবীতে কেউ কাউকে কষ্টদিলে
তার
প্রাপ্য শাস্তি এই পৃথিবীতেই শোধ
হবেই।
সে যেই ব্যক্তি হোক না কেন।
PlZ shear
একটা ছোট গল্প বলি শুনবেন তো?
.
অর্ণবের অতি আদরের একটা মা ছিলো।
.
আদর করত, শাসন করত, চুমু দিত, নিজের
পছন্দের খাবারটাই অর্ণবকে খাইয়ে
দিত।
.
অর্ণবের বয়স হয়ে গেছে তাই বিয়া
দিয়ে
দিলো।
.
বেশ কিছু দিন ভালোই চলছিলো
অর্ণবের।
.
হঠাত করে অর্ণবের প্রিয়তমা বললো,
ওগো ঐ বুড়িটাকে আমার একেবারেই অসহ্য
লাগে।
তুমি যদি বুড়িটাকে বাড়ি থেকে বের
না কর তাহলে আমি আর থাকব না।
.
অর্ণবের বাবা অনেক আগেই না ফেরার
দেশে চলে গেছেন। মা'ই তার একমাত্র
সম্বল। কি করবে অর্ণব ভাবছে?
.
প্রিয়তমার কান পঁচানি বক বক শুনতে
ভালো লাগে না। আর একারণেই
মা'কে রেখে আসেন বৃদ্ধাশ্রমে।
.
হঠাতই একদিন শুনতে পেলো মা আর
নেই। সেও চলে গেছেন না ফেরার দেশে।
কত দিন হলো মায়ের খবর নেয়নি অর্ণব তাই
বুঝি মায়ের মৃত্যুর খবরটাও পৌঁছাতে
অনেক দেরি হয়ে গেছে।
.
৩০ বছর পর অর্ণবের ছেলেকে বিয়া
করালেন।
.
ছেলের বৌ অর্ণবের প্রিয়তমাকে উত্তম
মাধ্যম দিয়ে বাড়ি থেকে বের হতে
বলেন।
অর্ণব কিছুই বলতে পারেনি কারণ এক
দিন এই প্রিয়তমা তার মা'কে বাড়ি ছাড়া
করেছিলেন বলে।
.
পৃথিবীতে কেউ কাউকে কষ্টদিলে
তার
প্রাপ্য শাস্তি এই পৃথিবীতেই শোধ
হবেই।
সে যেই ব্যক্তি হোক না কেন।
PlZ shear
Comments
Post a Comment